এদন বাগানের সদ্সদ জ্ঞান-দায়ক বৃক্ষ এবং জীবন বৃক্ষ সবকিছুই হল দৃষ্টান্ত। মানবজাতির জন্য একমাত্র রাস্তা, যারা আদম ও হবার মত ঈশ্বরের এই ব্যবস্থাকে “সদ্সদ জ্ঞান-দায়ক বৃক্ষ থেকে খাবে না” ভেঙ্গে ছিল, তারা জীবন বৃক্ষ থেকে খাওয়ার দ্বারা পাপের ক্ষমা পেতে ও অনন্ত জীবন পেতে পারবে।
নতুন নিয়মের নিস্তারপর্ব হল জীবন বৃক্ষের সত্য, যা শুধুমাত্র ঈশ্বরই আমাদের দিতে পারবেন। খ্রীষ্ট আন্সাংহোং বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুসারে দ্বিতীয়বার এসেছেন এবং জীবন বৃক্ষের পথ খুলেছেন, যেহেতু ৩২৫ খ্রীষ্টাব্দে বিলুপ্ত হওয়ার পর ১,৯০০ বছর ধরে নিস্তারপর্ব বিলুপ্ত হয়েছিল।
আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, ...এখন পাছে সে হস্ত বিস্তার করিয়া জীবনবৃক্ষের ফলও পাড়িয়া ভোজন করে ও অনন্তজীবী হয়। এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাঁহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন, তিনি যাহা হইতে গৃহীত, সেই মৃত্তিকাতে কৃষিকর্ম্ম করেন।...এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব্বদিকে করূবগণকে ও ঘূর্ণায়মান তেজোময় খড়গ রাখিলেন।
আদিপুস্তক ৩:২২-২৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি