যে লোকেরা দুর্ঘটনাবশতঃ কাউকে হত্যা করে ফেলত
পুরাতন নিয়মে আশ্রয় নগর ছিল তাদের জন্য
কিছু সময়ের আশ্রয়স্থল, এটা হল ছায়া যা প্রকট
করে যে মনুষ্যজাতি স্বর্গে কি পাপ করেছিল।
পুরাতন নিয়মে আশ্রয় নগরে কেবল মহাযাজকের
মৃত্যুর দ্বারা পাপীরা তাদের স্বদেশে ফিরতে পারত;
এটা দেখায় যে কিভাবে আমরা আমাদের পাপের ক্ষমা পাব।
আশ্রয় নগর পৃথিবীর মহাযাজক: যীশু খ্রীষ্ট
যীশু মল্কীষেদকের রীতি অনুসারে মহাযাজক
হয়ে এই পৃথিবীতে এসেছিলেন; তিনি নূতন নিয়মের
নিস্তারপর্ব এবং দশমাংশের নিয়ম স্থাপন করেছিলেন
নিজে ক্রুশে বলিদান দেওয়ার দ্বারা।
এইভাবে, এই আশ্রয় নগর পৃথিবী থেকে স্বর্গে ফিরে
যাওয়ার মহিমাময় পথ খুলে গিয়েছিল।
ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরের ইচ্ছাকে অনুসরণ করে,
নূতন নিয়মের নিস্তারপর্ব এবং দশমাংশের নিয়ম
পালন করে।
যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখভোগ করিয়াছিলেন, তদ্দ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন; এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন; ঈশ্বরকর্ত্তৃক মল্কীষেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। ইব্রীয় ৫:৮-১০
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি