নবী যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে,
আমাদের স্বর্গীয় মাতা যিরূশালেমের
মহিমার জ্যোতি সারা জগতে চমকাবে
এবং সমস্ত জাতি তাঁর কাছে আসবে।
এই যুগে লোকেরা মাতা ঈশ্বরের
জীবন বাক্যের দ্বারা উদ্ধার পাবে
এবং তারা মিথ্যা থেকে সত্য, সঠিক পথ
পার্থক্য করতে পারবে।
যেভাবে পিতার যুগের বিশ্বাসের পূর্বপুরুষরা
যিহোবার বিষয়ে গর্ব করেছিল এবং পুত্রের যুগে
প্রথম মণ্ডলীর প্রেরিতরা যীশুর বিষয়ে গর্ব করেছিল,
যিনি শরীর ধারণ করে এসেছিলেন, একইভাবে
আমাদের আত্মা ও কন্যার বিষয়ে গর্ব করা উচিৎ,
যাঁরা হলেন এই পবিত্র আত্মার যুগে পিতা ঈশ্বর
ও মাতা ঈশ্বর। কারণ উদ্ধার ঈশ্বরের সামর্থ্যের
উপর নির্ভর করে, মানুষের উপর নয়।
আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস!
যে শুনে, সেও বলুক আইস।
আর যে পিপাসিত, সে আইসুক;
যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই
জীবন-জল গ্রহণ করুক।
প্রকাশিত বাক্য ২২:১৭
আজকের দিনে জগতের অনেক চার্চের মধ্যে,
ঈশ্বরের মণ্ডলী ছাড়া এমন কোন চার্চ নেই
যেটা মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিয়ে
বাইবেলের ভবিষ্যদ্বাণী পূর্ণ করে।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি