অনুতাপ মানে হল জগতের দিকে চলে যাওয়া
একজনের পাপী মন ঈশ্বরের অনুগ্রহের
জগতে ফিরে আসা। প্রতি বছর প্রায়শ্চিত্ত দিনের
প্রার্থনা সপ্তাহের সময় ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা
ঈশ্বরের সামনে তাদের পাপের অনুতাপ করে।
বাইবেল বলে যে উদ্ধার তাদের দেওয়া হয়
যারা তাদের পাপকে স্বীকার করে, আর ঈশ্বর
তাদের সুন্দর হিসাবে বিবেচনা করেন।
(লূক ১৫ অধ্যায়ের অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত)
প্রেরিত যোহন লিখেছিলেন যে আমরা, যারা
পবিত্র আত্মার যুগে বাস করছি, উদ্ধার তখন
পেতে পারব যখন আমরা আত্মা ও কন্যার কাছে আসব,
যাঁরা হলেন পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর।
আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস!
যে শুনে, সেও বলুক আইস।
আর যে পিপাসিত, সে আইসুক;
যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই
জীবন-জল গ্রহণ করুক।
প্রকাশিত বাক্য ২২:১৭
বাইবেলের শিক্ষা অনুসারে, ঈশ্বরের মণ্ডলী
পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে বিশ্বাস করে,
যাঁরা পবিত্র আত্মার যুগে উদ্ধারকর্তা রূপে এসেছেন।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি