আমাদের কখনোই রাজা শৌলের মতো হওয়া উচিৎ নয়, যে নিজের ইচ্ছামত ঈশ্বরের বাক্যকে ব্যাখা করেছিল এবং আংশিকভাবে এটা পালন করেছিল। তার বদলে, আমাদের রাজা হিষ্কিয়ের মত নিস্তারপর্ব পালন করা উচিৎ, আমাদের হারানো হৃদয়কে জগৎ থেকে ফিরিয়ে আনা উচিৎ এবং যেমন মালাখির পুস্তকে লেখা আছে দশমাংশ ও দানের দ্বারা ঈশ্বরের কাছে ফিরে আসা উচিৎ। এটাই হল অনুতাপ।
প্রায়শ্চিত্ত দিন হল সেই দিন যে দিন আমাদের স্বর্গে করা সমস্ত পাপ এবং জেনে বা অজান্তে এই পৃথিবীতে করা আমাদের সমস্ত পাপ শয়তানকে ফিরিয়ে দেওয়া হয়, যে হল সমস্ত পাপের কারণ।
খ্রীষ্ট আন্সাংহোং এবং মাতা ঈশ্বর আমাদের জানিয়েছেন যে নতুন নিয়মের পর্বের দ্বারা সম্পূর্ণ অনুতাপ করা যেতে পারে, যা হল রাজ্যের সুসমাচার।
“আমার কাছে ফিরিয়া আইস, আমিও তোমাদের কাছে ফিরিয়া আসিব, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা বলিতেছ, আমরা কিসে ফিরিব?... দশমাংশে ও উপহারে।”
মালাখি ৩:৭-৮
পরে লোকেরা যেন ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবার জন্য যিরূশালেমে সদাপ্রভুর গৃহে আইসে, ... তাহারা ... ইস্রায়েলের সর্ব্বত্র ঘোষণা করিতে স্থির করিল ... এই কথা কহিল, হে ইস্রায়েল-সন্তানগণ, তোমরা অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফির...”
২ বংশাবলি ৩০:১-৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি