যে বিষয়গুলি ঈশ্বরকে প্রসন্ন করে, সেটা লূক, ইব্রীয়, যিরমিয় এবং হিতোপদেশের পুস্তকে লেখা আছে।
সেটা হল পাপীর অনুতাপ, আন্তরিক বিশ্বাস, ঈশ্বরের বিষয়ে গর্ব করা এবং যাদের পথ নির্দোষ।
ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে এই সমস্ত প্রচারের কাজের দ্বারা সম্পূর্ণ হতে পারে
যা অনেক লোকেদের উদ্ধারের দিকে পরিচালিত করে।
এই পৃথিবীর সন্তানরা তাদের সমস্ত হৃদয় দিয়ে তাদের পিতামাতাকে উপহার দেয়
যা তাদের পিতামাতাকে খুশী করে। একইভাবে, স্বর্গীয় সন্তানেরা সেটাই করে
যা স্বর্গীয় পিতা খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরকে সবথেকে বেশী প্রসন্ন করে।
যেভাবে ২,০০০ বছর আগে যীশু আজ্ঞা দিয়েছিলেন, সেভাবে তারা স্বর্গীয় পরিবারের
হারিয়ে যাওয়া সদস্যদের খোঁজার জন্য তাদের হৃদয় উৎসর্গ করে।
কারণ তোমরা এক সময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ;
দীপ্তির সন্তানদের ন্যায় চল —কেননা সর্ব্বপ্রকার মঙ্গলভাবে, ধার্ম্মিকতায় ও
সত্যে দীপ্তির ফল হয়— প্রভুর প্রীতিজনক কি, তাহার পরীক্ষা কর।
ইফিষীয় ৫:৮-১০
তাঁহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়,
ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।
১ তীমথিয় ২:৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি