তূরীধ্বনি পর্ব হল একটা পর্ব যা প্রায়শ্চিত্ত দিনের দশ দিন আগে তূরী বাজানোর দ্বারা অনুতাপ করতে অনুরোধ করে।
অনুতাপের আগের জীবন হল পাপের দাগযুক্ত জীবন, কিন্তু অনুতাপের পরের জীবন হল একটা আশীর্বাদপূর্ণ জীবন
যা আমাদের অনন্ত জীবনে পরিচালিত করে।
যখন আমরা অনুতাপ করি, আমাদের জীবন এমন যোগ্য হবে যেন আমরা হাজার বছর বাঁচছি যদিও আমরা মাত্র একদিন বাঁচি এবং সেই ব্যক্তির মত মহিমাময় হব, যে মারা গিয়েছিল কিন্তু জীবিত হয়েছিল।
সেইজন্যই যীশু প্রথম যা বলেছিলেন তা হল “মন ফিরাও!”
অতএব তোমরা মন ফিরাও, ও ফির, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়,
যেন এইরূপে প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময় উপস্থিত হয়।
প্রেরিত ৩:১৯
কিন্তু এখন পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া, … তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ,
এবং তাহার পরিণাম অনন্ত জীবন।
রোমীয় ৬:২২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি