যেদিন মোশি দশ আজ্ঞার দ্বিতীয় ফলক নিয়ে নেমে এসেছিলেন ঈশ্বর সেটাকে প্রায়শ্চিত্ত দিন হিসাবে নিযুক্ত করেছিলেন, এবং কুটীর পর্ব ছিল সেই উৎসব যখন ইস্রায়েলীয়রা দশ আজ্ঞার পাথরের ফলক রাখার জন্য তাম্বু নির্মাণ করেছিল।
যেমন ৩,৫০০ বছর আগে দেখা যায়, ঈশ্বরের মন্দির নির্মাণের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল সেই হৃদয় থাকা যা এতে যোগদান করতে এবং অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়।
এরকম লোকেরা মন্দির নির্মাণের জন্য প্রচুর সামগ্রী উৎসর্গ করেছিল।
আজ, সারা জগৎ খ্রীষ্ট আনসাংহোং এবং স্বর্গীয় মাতা যিরূশালেমের কাছে একত্র হচ্ছে, কারণ ঈশ্বরের লোকেদের যিরূশালেম মন্দির নির্মাণের বিভিন্ন সামগ্রী হিসাবে সম্বোধিত করা হয়।
একটা ভবিষ্যদ্বাণী আছে যে, যেভাবে পুরাতন নিয়মে কুটীর পর্বের জন্য বিভিন্ন শাখা একত্র করা হয়েছিল, সেভাবে ঈশ্বরের লোকেরা বিভিন্ন ধরণের গাছ হিসাবে যিরূশালেমে একত্র হবে।
আর যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগম-তাম্বু নির্ম্মাণ জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্য্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল। পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিয়া …
যাত্রাপুস্তক ৩৫:২১-২২
তোমাদিগকে প্রেরিত ও ভাববাদিগণের ভিত্তিমূলের উপরে গাঁথিয়া তোলা হইয়াছে; তাহার প্রধান কোণস্থ প্রস্তর স্বয়ং খ্রীষ্ট যীশু।
তাঁহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে;
তাঁহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও এক সঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে।
ইফিষীয় ২:২০-২২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি