খ্রীষ্ট আন্সাংহোং হলেন ঈশ্বর কারণ একমাত্র খ্রীষ্ট আন্সাংহোং হলেন দায়ূদের মূল, যিনি শেষ দিনে এসেছেন
এবং মুদ্রাঙ্কিত করা বাইবেলকে খোলার দ্বারা চিরস্থায়ী নিয়মকে পুনঃস্থাপন করেছেন।
খ্রীষ্ট, যিনি তাঁর প্রথম আগমনে যীশু নাম নিয়ে এসেছিলেন এবং তাঁর দ্বিতীয় আগমনে আন্সাংহোং নাম নিয়ে এসেছেন,
তিনি ৩০ বছর বয়সে বাপ্তাইজিত হয়েছিলেন এবং আত্মিক অভিষেক গ্রহণ করেছিলেন। তিনি তাঁর প্রথম আগমনের সময়
তিন বছর এবং তাঁর দ্বিতীয় আগমনে ৩৭ বছর সুসমাচারের রাজ্য রাজত্ব করেছিলেন এবং দায়ূদের সিংহাসনের ভবিষ্যদ্বাণী
পূর্ণ করেছিলেন।
১৯৪৮ সালে, সেই বছর যখন যীশুর শেখানো ডুমুর গাছের দৃষ্টান্ত অনুসারে
ইস্রায়েল স্বাধীনতা অর্জন করেছিল, তখন দ্বারে উপস্থিত হওয়া খ্রীষ্ট আন্সাংহোং নতুন নিয়মের নিস্তারপর্বের দ্বারা
আমাদের উদ্ধারের আশীর্বাদ দিয়েছেন, ঈশ্বরের মণ্ডলী স্থাপন করেছেন এবং মাতা ঈশ্বরের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন।
তখন আমি বিস্তর রোদন করিতে লাগিলাম, কারণ সেই পুস্তক খুলিবার ও তাহার প্রতি দৃষ্টি করিবার যোগ্য কাহাকেও পাওয়া গেল না। তাহাতে সেই প্রাচীনবর্গের মধ্যে এক জন আমাকে কহিলেন, রোদন করিও না; দেখ, যিনি যিহূদাবংশীয় সিংহ, দায়ূদের মূলস্বরূপ, তিনি ঐ পুস্তক ও উহার সপ্ত মুদ্রা খুলিবার নিমিত্ত বিজয়ী হইয়াছেন।
প্রকাশিত বাক্য ৫:৪-৫
পরে ইস্রায়েল-সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দায়ূদের অন্বেষণ করিবে,
এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও তাঁহার মঙ্গল-ভাবের আশ্রয় লইবে।
হোশেয় ৩:৫
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি