যেভাবে পুরাতন নিয়মের ইতিহাস আমাদের দেখায় যে, আত্মিক ইস্রায়েলীয়দের অবশ্যই
খ্রীষ্ট আন্সাংহোং-কে গ্রহণ করা উচিৎ, যিনি নতুন নিয়মের নিস্তারপর্ব, উরীম ও তুম্মীম নিয়ে এসেছেন,
ব্যবিলন থেকে মুক্ত হওয়ার জন্য এবং “ঈশ্বরের সত্য লোক” হিসাবে নির্ণায়ক লাভ করার জন্য।
এখনকার দিনে, চার্চ অফ গড-এর সদস্যরা নতুন নিয়মের নিস্তারপর্বের রুটী ও দ্রাক্ষারসের দ্বারা
যীশুর মাংস ভোজন ও তাঁর রক্ত পান করে, যিনি হলেন মন্দির।
এর মানে যে তাদের কাছে পবিত্রস্থান থেকে আসা অতি পবিত্র বস্তু ভোজন করার যাজকের অধিকার আছে।
বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকত্বভ্রষ্ট হইল। ... যে পর্যন্ত উরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবে, তাবৎ তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করিও না। ইষ্রা ২:৬২-৬৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি