ঈশ্বর ইস্রায়েলীয়দের ৪০ বছর ধরে মরুভূমিতে যাত্রা যদিও সেটা দশ দিনের যাত্রা ছিল।
ঈশ্বর ইস্রায়েলীয়দের ছয় দিনের জন্য শহরের চারপাশে ঘুরতে এবং সপ্তম দিনে চিৎকার করতে আদেশ করেছিলেন। ঈশ্বর গিদিয়োনকে কেবল ৩০০ জনকে ১৩৫,০০০ জন লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছিলেন। যখনই তারা ঈশ্বরের বাক্যকে মূল্য দিয়েছিল এবং পালন করেছিল, ঈশ্বর তাদের সব কিছুতে আশীর্বাদ দিয়েছিলেন।
চার্চ অফ গডের সদস্যরা খ্রীষ্ট আন্সাংহোং এবং স্বর্গীয় মাতার বাক্যে তাদের মূল্য দিয়ে তাদের বিশ্বাসের
পথে চলছে, যাঁরা তৃতীয় স্তরের জগৎ থেকে নয় বরং পঞ্চম স্তরের জগৎ থেকে সব কিছু দেখেন।
পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, সেই মেষশাবক সিয়োন পর্ব্বতের উপরে দাঁড়াইয়া আছেন, এবং তাঁহার সহিত এক লক্ষ চোয়াল্লিশ সহস্র লোক, তাহাদের ললাটে তাঁহার নাম ও তাঁহার পিতার নাম লিখিত।... রমণীদের সংসর্গে কলুষিত হয় নাই, কারণ ইহারা অমৈথুন। যে কোন স্থানে মেষশাবক গমন করেন, সেই স্থানে ইহারা তাঁহার অনুগামী হয়। প্রকাশিতবাক্য ১৪:১-৪
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি