যে কারণে মাছি মাত্র একদিন বাঁচে, কুকুর ১৫ বছর বাঁচে এবং মানুষ ১০০ বছর বাঁচে, সেটা হল
তারা তাদের মায়ের কাছ থেকে সেই জীবনকালের উত্তরাধিকারী হয়েছে। সমস্ত মানবজাতি “প্রতিজ্ঞার সন্তান” হতে পারে যারা ঈশ্বরের কাছ থেকে অনন্ত জীবন পায়, শুধুমাত্র যখন তারা মাতা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করে, যাঁর কাছে অনন্ত জীবন আছে।
বাইবেল আমাদের পৃথিবীর পরিবার পদ্ধতির দ্বারা স্বর্গীয় পরিবারের বিষয়ে শিক্ষা দেয়, যা হল একটা ছায়া,
এবং আদম ও হবা এবং মেষশাবক ও তাঁর ভার্য্যার (কনে) দ্বারা স্বর্গীয় পিতা ও মাতার বিষয়ে শিক্ষা দেয়।
বাইবেল আরও শিক্ষা দেয় যে শুধুমাত্র মাতা ঈশ্বরের কাছে, যাঁকে যিরূশালেমের সাথে তুলনা করা হয়েছে,
অনন্ত জীবন আছে।
আর ইহা তাঁহারই সেই প্রতিজ্ঞা, ... তাহা অনন্ত জীবন।
১ যোহন ২:২৫
পরে “তিনি আত্মাতে আমাকে এক উচ্চ মহাপর্ব্বতে লইয়া গিয়া”
পবিত্র নগরী যিরূশালেমকে দেখাইলেন, সে স্বর্গ হইতে, ঈশ্বরের নিকট হইতে, নামিয়া আসিতেছিল,
প্রকাশিত বাক্য ২১:১০
কিন্তু ঊর্দ্ধস্থ যিরূশালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। ... পরন্তু, হে ভ্রাতৃগণ, ইস্হাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান।
গালাতীয় ৪:২৬-২৮
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি