সারা জগৎ ক্রিসমাসে (২৫শে ডিসেম্বর) যীশুর জন্ম পালন করে।
কিন্তু, যীশুর জন্মতারিখ বাইবেলে নেই।
এটা শুধু বলে যে মেষপালকেরা, যারা মাঠে তাদের মেষপালকে দেখাশোনা করছিল,
তারা যীশুর প্রশংসা করেছিল। (লূক ২:৮)
ঠাণ্ডা শীতকালে মাঠে মেষপালকে পাহারা দেওয়া সম্ভব নয়। যীশু কি সত্যিই ২৫শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন?
প্রথম খ্রীষ্টানরা যীশুর জন্মদিন পালন করত না। তাহলে, ক্রিসমাস কোথা থেকে শুরু হয়েছে?
২৫শে ডিসেম্বর, ক্রিসমাস …
“২৫শে ডিসেম্বর যীশুর জন্মদিন নয়, কিন্তু সূর্য-দেবতার জন্মদিন। ক্রিসমাস অপরাজেয় সূর্যের জন্য একটা পৌত্তলিক উৎসব থেকে উৎপন্ন হয়েছে।” [এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
‘কি? ক্রিসমাস পৌত্তলিক উৎসব থেকে উৎপন্ন হয়েছে?’
“প্রাচীন রোমে, ১৭ই থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত সাটার্নালিয়া নামে একটা উৎসব হত।” [হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ান চার্চ]
“এই উৎসবের সময়, লোকেরা সম্পদ বা সামাজিক পদ বিবেচনা না করে আনন্দে লিপ্ত হত।” [হিস্ট্রি অফ ক্রিশ্চিয়ান চার্চ]
‘না! এটা কিভাবে হতে পারে!!! ক্রিসমাস, ২৫শে ডিসেম্বর, যীশুর জন্মদিন নয়!!!’
“২৫শে ডিসেম্বর, যে দিন থেকে দিন দীর্ঘ হতে শুরু করে, সেই দিনটিকে মিথ্রা দেবতার জন্মদিন হিসাবে বিবেচনা করা হত।” [এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
মিথ্রার প্রতি বিশ্বাস ভঙ্গ করার অজুহাত দেখিয়ে, রোমান ক্যাথলিক মণ্ডলী “সূর্য দেবতার জন্মদিন”-কে যীশুর জন্মদিনে পরিবর্তন করে উৎসবকে উপভোগ করেছিল। [জেমস জি. ফ্রেজারের লেখা দ্য গোল্ডেন বফ]
বৃক্ষ উপাসনার পৌত্তলিক রীতি থেকে ক্রিসমাস ট্রি উৎপন্ন হয়েছে। [এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা]
লাল স্যুট পরা সাদা দাড়ির সাথে সান্তাক্লজের ছবি, ১৯৩১ সালে কোকা-কোলার একটি বিজ্ঞাপনের জন্য তৈরী হয়েছিল। [হ্যাডন সান্ডব্লম-এর দ্বারা চিত্রিত]
চার্চগুলি ভালভাবে জানে যে ক্রিসমাস যীশুর জন্মদিন নয়।
কিন্তু, তারা এখনও মিথ্যা বলছে যে ক্রিসমাস হল যীশুর জন্মদিন।
এই বিষয়ে খ্রীষ্টানরা সম্পূর্ণ অন্ধকারে আছে।
“৩৫৪ খ্রীষ্টাব্দের পর ২৫শে ডিসেম্বর ক্রিসমাস পালিত হয়েছিল।” [ওয়াল্ড বুক এনসাইক্লোপিডিয়া]
৩৫৪ খ্রীষ্টাব্দের পরে? যীশুর শিষ্যরা এবং প্রেরিতরা কখনো ক্রিসমাস পালন করেন নি!
“ক্রিসমাস না তো ঈশ্বরের দ্বারা স্থাপিত হয়েছে, আর না তো বাইবেলের ভিত্তিতে স্থাপিত হয়েছে।” [সাইক্লোপিডিয়া অফ বিবলিক্যাল, থিওলজিক্যাল অ্যান্ড এক্লিসিয়াস্টিক্যাল লিটারেচার]
তারা সূর্য-দেবতার জন্মদিনকে যীশুর জন্মদিনে পরিবর্তন করেছিল! এটা ভীতিজনক!
বাইবেল বলে যে যদি লোকেরা মানুষের তৈরী নিয়ম পালন করে, তাহলে তারা বৃথা ঈশ্বরের আরাধনা করে। (মথি ১৫:৯)
বাইবেলে অনেক বার লেখা আছে যে কিভাবে ইস্রায়েলীয়রা বিধর্মী রীতিনীতি পালন করার দ্বারা নাশ হয়েছিল! (যিহি ১১:৮-১২)
সীনয় প্রান্তরে, তারা একটা মূর্তিপূজা করার সময় চিন্তা করেছিল তারা সদাপ্রভু ঈশ্বরের আরাধনা করছে। (যাত্রা ৩২:১-৬)
উত্তর ইস্রায়েলের রাজা যারবিয়াম ঈশ্বরের আরাধনা করার দাবী করে তার নিজের বেছে নেওয়া মাসে একটা পর্ব পালন করেছিল।
(১ রাজা ১২:২৫-৩৩)
কিন্তু, যারা মূর্তিপূজা করেছিল তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল।
একইভাবে, যদিও তারা ক্রিসমাসে যীশুর আরাধনা করার দাবী করে, এটা শুধুমাত্র মূর্তিপূজা। মূর্তিপূজার পরিণাম হল বিনাশ।
দ্বিতীয়বার আসা খ্রীষ্ট আনসাংহোং-এর দ্বারা স্থাপিত ঈশ্বরের মণ্ডলী, সূর্য দেবতার জন্মদিন ক্রিসমাস পালন করে না, যেটা বাইবেলে পাওয়া যায় না।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি