নরক হল একটা খুবই ভয়ানক জায়গা যেখানে আগুনের যন্ত্রণার মধ্যে এক ফোঁটা জল পাওয়াও কঠিন। (লূক ১৬:২৪) যীশু বলেছিলেন যদি আমাদের হাত, পা বা চোখ পাপ করে, তাহলে নরকে যাওয়ার থেকে সেটা কেটে ফেলা বা উপড়ে ফেলা ভাল। (মার্ক ৯:৪৩) কারণ আমাদের শরীরের একটা অংশ কেটে ফেলার যন্ত্রণার সাথে নরকের যন্ত্রণার তুলনা করা যায় না।
“নরকে ত লোকদের কীট মরে না এবং অগ্নি নির্ব্বাণ হয় না।” মার্ক ৯:৪৮
“বস্তুতঃ প্রত্যেক ব্যক্তিকে অগ্নিরূপ লবণে লবণাক্ত করা যাইবে” মার্ক ৯:৪৯
যদিও নরকের শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক, তবুও আমরা নিজেরা মরতে পারব না। নরকে, জীবনের আনন্দের একটা মুহূর্তও নেই, বিশ্রামের মুহূর্তও নেই এবং পরিত্রাণের আশা একেবারেই নেই, কিন্তু আছে শুধু অসীম যন্ত্রণা, অনুশোচনা এবং দুঃখ। যদি সুসমাচার শোনার পর আমরা অনুতাপ না করি তাহলে আমরা কেন নরকে যাব?
এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আমরা স্বর্গে স্বর্গদূত ছিলাম। (ইয়োব ৩৮:৪) কিন্তু, আমরা স্বর্গে পাপ করেছিলাম এবং নরকে যাওয়ার শাস্তি পেয়েছি। তাই আমরা এই পৃথিবীতে, একটা আত্মিক কারাগারে জন্ম নিয়েছি এবং আমরা এখানে সাময়িকভাবে আছি। (যিহিষ্কেল ২৮:১৩) যদি আমরা এই পৃথিবীতে নরকের শাস্তি এড়ানোর পথ না খুঁজি, তাহলে আমাদের নরকে যেতে হবে।
“দুর্ভাগ্য মনুষ্য আমি! এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে?” রোমীয় ৭:২৪
ঈশ্বর নরকের শাস্তি পাওয়ার জন্য নিযুক্ত মনুষ্যজাতির প্রতি দয়া করেছিলেন এবং তিনি নিজে নরকের শাস্তি এড়ানোর পথ দেখানোর জন্য এই পৃথিবীতে এসেছিলেন।
“আমি ... পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি ... যেন তাহারা মন ফিরায়।” লূক ৫:৩২
আমাদের পাপ ক্ষমা করার জন্য যা মৃত্যুর দিকে পরিচালিত করে এবং আমাদের নরকের শাস্তি থেকে বাঁচাতে, ঈশ্বর মানবজাতি, পাপীদের জন্য মুক্তির মূল্য হিসাবে তাঁর মাংস ও রক্ত দিয়েছেন।
“আর কহিলেন, লও, ভোজন কর, ইহা আমার শরীর।” মথি ২৬:২৬
“কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।’ ” মথি ২৬:২৮
যখন আমরা নতুন নিয়মের নিস্তারপর্ব পালন করি, আমরা পাপের ক্ষমার আশীর্বাদ পাই এবং নরকের শাস্তি থেকে রক্ষা পাই। এবং এছাড়াও, আমরা অনন্ত জীবন পেতে পারি এবং স্বর্গে ফিরে যেতে পারি।
“যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব।’ ” যোহন ৬:৫৪
কিন্তু, যদি আমরা এই বার্তাকে প্রত্যাখ্যান করি যে, “নিস্তারপর্বের দ্বারা পাপের ক্ষমা ও অনন্ত জীবন গ্রহণ কর,” স্বর্গে আমাদের করা পাপের ক্ষমা হবে না এবং আমাদের নরকের নিরূপিত শাস্তি পেতে হবে।
“আমার দুঃখভোগের পূর্ব্বে তোমাদের সহিত আমি এই নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি; ” লূক ২২:১৫
দয়াকরে নতুন নিয়মের নিস্তারপর্ব পালন করুন, পাপের ক্ষমার জন্য ঈশ্বরের চিহ্ন পান এবং স্বর্গে ফিরে যান!
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি