ঈশ্বরের সামর্থ্যের দ্বারা, ইস্রায়েলীয়রা মিসরের ৪৩০ বছরের দাসত্ব থেকে মুক্ত হয়েছিল এবং কনানের দিকে যাত্রা করেছিল। কিন্তু, ইস্রায়েলীয়রা ঈশ্বরের অনুগ্রহ ভুলে গিয়েছিল যিনি তাদের মুক্ত করেছিলেন।
“কেন আপনি আমাদের মিসর থেকে বের করে এই মরুভূমিতে নিয়ে এসেছেন?”
যে লোকেরা অভিযোগ করেছিল, তারা বিষধর সাপের কামড়ে মারা গিয়েছিল। (গণনা ২১:৬)
সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “তুমি এক জ্বালাদায়ী সর্প নির্ম্মাণ করিয়া পতাকার ঊর্দ্ধে রাখ; সর্পদষ্ট যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে” গণনা ২১:৮
তাহলে, সেই পিতলের সাপই কি তাদের বাঁচিয়েছিল?
না। ঈশ্বর তাঁর বাক্যের দ্বারা তাদের বাঁচিয়েছিলেন, “সর্পদষ্ট যে কোন ব্যক্তি তাহার প্রতি দৃষ্টিপাত করিবে, সে বাঁচিবে।”
তাসত্ত্বেও, ইস্রায়েলীয়রা শত শত বছর ধরে পিতলের সাপকে সম্মান করত, এটা চিন্তা করে যে এর মধ্যে রহস্যময় ক্ষমতা আছে।
যখন রাজা হিষ্কিয় পিতলের সাপকে টুকরো টুকরো করে ভেঙ্গে দিয়েছিলেন, ঈশ্বর তার প্রশংসা করেছিলেন এবং তিনি যা কিছু করেছিলেন তাতে তাকে সফল করেছিলেন। (২ রাজা ১৮:৩-৭)
কেন ঈশ্বর হিষ্কিয়র প্রশংসা করেছিলেন যিনি পিতলের সাপকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছিলেন? কারণ যে মূর্তিপূজা করে সে ধ্বংস হয়ে যাবে।
পিতলের সাপের আরাধনা করার ইতিহাস একটা ভবিষ্যদ্বাণী ছিল যে চার্চগুলি ক্রুশ স্থাপন করবে এবং ধ্বংস হয়ে যাবে।
“আর মোশি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন, সেইরূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে ...” যোহ ৩:১৪-১৫
ক্রুশ আমাদের রক্ষা করে নি, কিন্তু যীশু করেছিলেন (১ পিত ১:১৮-১৯)। কিন্তু, আজকের দিনে চার্চগুলি ক্রুশকে সম্মান করে, ঠিক যেমন ইস্রায়েলীয়রা পিতলের সাপকে সম্মান করত। ক্রুশ একটা কাঠের টুকরো ছাড়া কিছুই নয়, ঠিক যেমন পিতলের সাপও একটা পিতলের টুকরো ছাড়া কিছুই নয় (প্রেরি ৫:৩০)। চার্চগুলি, যারা ক্রুশ স্থাপন করেছিল, ধ্বংস হয়ে যাবে (দ্বিঃবিঃ ২৭:১৫)।
“হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও” প্রকা ১৮:৪
দ্বিতীয়বার আসা খ্রীষ্ট আনসাংহোং-এর শিক্ষা অনুসরণ করে ঈশ্বরের মণ্ডলী সমস্ত লোকেদের জানায় যে পিতলের সাপের ঘটনা হল ক্রুশ শ্রদ্ধার ভবিষ্যদ্বাণী। দয়াকরে ঈশ্বরের মণ্ডলীতে আসুন যা হল সিয়োন, যেখানে মাতা ঈশ্বর, পবিত্র আত্মার যুগের উদ্ধারকর্তা বাস করেন এবং আপনারা শেষ বিপত্তি থেকে বাঁচতে ও উদ্ধার পেতে পারবেন।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি