রবিবারের আরাধনা ও ক্রিসমাস হল সূর্য দেবতার আরাধনার জন্য, এবং সেগুলি হল মানুষের আজ্ঞা।
পুত্রের যুগে যীশু এবং পবিত্র আত্মার যুগে খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর আমাদের শিখিয়েছেন
যে যারা মানুষের আজ্ঞা পালন করে, তারা বাইরের দিক থেকে যেমনই দেখতে হোক না কেন, তারা হল মিথ্যা নবী।
মিথ্যা নবীরা নিজেদের উত্তম মেষপালকের ছদ্মবেশে রাখে, ঠিক মেষের বেশে নেকড়ে বাঘ-এর মত।
কিন্তু তারা লোকেদের ভ্রান্ত করে যাতে লোকেরা সেই আজ্ঞা পালন করতে না পারে যা ঈশ্বর আমাদের
পালন করার আজ্ঞা দিয়েছেন।
একমাত্র চার্চ অফ গড হল সেই জায়গা যেখানে স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানরা বিশ্রামদিন ও নিস্তারপর্বের মত
ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে।
কপটীরা, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, “এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে,
কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে; এবং ইহারা অনর্থক আমার আরাধনা করে,
মনুষ্যদের আদেশ ধর্ম্মসূত্র বলিয়া শিক্ষা দেয়।”
মথি ১৫:৭-৯
ভাক্ত ভাববাদিগণ হইতে সাবধান; তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া।
মথি ৭:১৫
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি