আমাদের সারা জীবনে, আমরা সবাই বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই।
এরকম সঙ্কটের সময়ে, পিতার যুগের বিশ্বাসের পূর্বপুরুষরা ঈশ্বর যিহোবাকে ডেকেছিল এবং উদ্ধার পেয়েছিল, পুত্রের যুগের বিশ্বাসী যীশু খ্রীষ্টের নামে ডেকেছিল এবং উদ্ধার পেয়েছিল, এবং পবিত্র যুগে আত্মা, উদ্ধার পাওয়ার জন্য আমাদের অবশ্যই খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরকে ডাকা উচিৎ।
ঈশ্বর বলেছেন যে যারা তাঁর নাম জানে তারা হল তাঁর সত্য লোক এবং আমাদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেওয়ার আজ্ঞা দিয়েছেন, যা হল উদ্ধারের প্রথম ধাপ।
আজ, শুধুমাত্র বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী লোকেদের পবিত্র আত্মা খ্রীষ্ট আনসাংহোং-এর নামে বাপ্তিস্ম দেয়, যার মধ্যে উদ্ধারের এবং পাপের ক্ষমার প্রতিজ্ঞা আছে।
কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন,
... এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জন্য তাহারা সেই দিন [জানিবে] যে,
আমিই কথা কহিতেছি; দেখ, এই আমি।
যিশাইয় ৫২:৪-৬
যে জয় করে, তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভস্বরূপ করিব, ... এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন যিরূশালেম স্বর্গ হইতে, ... তাহার নাম এবং আমার নূতন নাম লিখিব।
প্রকাশিত বাক্য ৩:১২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি