২,০০০ বছর আগে, সৃষ্টিকর্তা ঈশ্বর যীশু নামে এই পৃথিবীতে এসেছিলেন
এবং নতুন নিয়ম স্থাপন করেছিলেন।
নতুন নিয়মের দ্বারা, ঈশ্বরের সন্তানরা, যারা পাপ ও মৃত্যুতে কষ্টভোগ করছে,
তারা পাপের ক্ষমা এবং অনন্ত জীবন পেতে পারবে।
তিন বছর ধরে, যীশু তাঁর শিষ্যদের জন্য
নতুন নিয়ম পালন করার উদাহরণ দেখিয়েছিলেন।
“কেননা আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি, তোমরাও তদ্রূপ কর।”যোহ ১৩:১৫
পুনরুত্থানের পর, যীশু তাঁর শিষ্যদের সমস্ত লোকেদের নতুন নিয়ম পালন করতে শিক্ষা দিতে বলেছিলেন যাতে তারা উদ্ধার পেতে পারে। (মথি ২৮:১৯)
যীশুর বাক্য পালন করে, তাঁর শিষ্যরা নতুন নিয়ম প্রচার করেছিলেন।
নতুন নিয়মে, যার দ্বারা আমরা পাপের ক্ষমা পেতে পারব, সেখানে আরাধনার বিধি আছে।
আরাধনার সময় যদি একজন পুরুষ তার মাথা ঢেকে রাখে, এটা ঈশ্বরকে অসম্মান করা হয়; যদি একজন স্ত্রী তার মাথা ঢেকে না রাখে, এটা তার মাথার অসম্মান করা হয়। (১ করি ১১:৪)
সেই মণ্ডলীতে যা খ্রীষ্টের দ্বারা স্থাপিত নতুন নিয়মকে পালন করে, আরাধনার সময় একজন স্ত্রীলোক তার মাথা আবরক দিয়ে ঢেকে রাখে, আর একজন পুরুষ ঢাকে না।
কিন্তু, যীশুর স্বর্গারোহণের পর, কিছু স্ত্রীলোকেরা দাবী করেছিল যে আরাধনার সময় তাদের আবরক পরতে হবে না।
এই কারণে, প্রেরিত পৌল তাদের আবরক পরার জন্য অনুরোধ করেছিলেন, মানুষের প্রকৃতির দ্বারা এটা ব্যাখ্যা করে যে,
একজন স্ত্রীর জন্য লম্বা চুল সুন্দর দেখায়।
তোমরা আপনাদের মধ্যে বিচার কর, অনাবৃত মস্তকে
ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি স্ত্রীর উপযুক্ত?
স্বয়ং প্রকৃতিও কি তোমাদিগকে শিক্ষা দেয় না যে, পুরুষ
যদি লম্বা চুল রাখে, তবে তাহা তাহার অপমানের বিষয়;
কিন্তু স্ত্রীলোক যদি লম্বা চুল রাখে; তবে তাহা তাহার
গৌরবের বিষয়; কারণ সেই চুল আবরণের পরিবর্ত্তে
তাহাকে দেওয়া হইয়াছে। কিন্তু কেহ যদি বিবাদী হওয়া
বিহিত বোধ করে, তবে এই প্রকার ব্যবহার আমাদের নাই,
এবং ঈশ্বরের মণ্ডলীগণেরও নাই।১ করিন্থীয় ১১:১৩-১৬
বাইবেল স্পষ্টভাবে বলে যে আরাধনার সময় একজন স্ত্রীকে তার মাথা আবরক দিয়ে ঢেকে রাখা উচিৎ।
আরাধনার সময় একজন স্ত্রীলোকের আবরক পরার অভ্যাস হল নতুন নিয়মের একটা বিধি যা যীশু শিখিয়েছিলেন
এবং প্রেরিত পৌল প্রচার করেছিলেন।
আবরকের বিধি পালন করা হল ঈশ্বরের ইচ্ছা।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি