যারা তাঁকে বিশ্বাস করে সেই লোকেদের জন্য ঈশ্বর একটা আরাধনার দিন নিযুক্ত করেছিলেন।
“তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও।” যাত্রা ২০:৮
বিশ্রামদিন হল ঈশ্বর ও তাঁর লোকেদের মধ্যে চিহ্ন।
এটা সেই দিন যখন ঈশ্বর তাঁর লোকেদের পবিত্র করেন (যিহি ২০:১২)।
অতএব, ঈশ্বরের লোকেদের বিশ্রামদিন পালন করা উচিৎ যা ঈশ্বর আরাধনার দিন হিসাবে নিযুক্ত করেছেন।
বিশ্রামদিন হল সেই দিন যেদিন ঈশ্বর ছয় দিন ধরে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন এবং সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন। (আদি ২:৩) সপ্তম দিন বিশ্রামদিন হল ঈশ্বরের সৃষ্টির সামর্থ্যকে স্মরণ করার দিন।
তাহলে, সপ্তাহের কোন দিন সপ্তম দিন?
অভিধানে লেখা আছে সপ্তম দিন হল শনিবার।
যখন আমরা একটা ক্যালেন্ডার দেখি, সপ্তম-দিন বিশ্রামদিন হল শনিবার।
বাইবেল বলে যীশু সপ্তাহের প্রথম দিনে পুনরুত্থিত হয়েছিলেন। (মার্ক ১৬:৯)
একই পদের জন্য, BERV অনুবাদ বলে যীশু রবিবারে পুনরুত্থিত হয়েছিলেন। (মার্ক ১৬:৯)
তাহলে, বিশ্রামদিন সপ্তাহের কোন দিন? বিশ্রামদিন হল শনিবার।
ক্যাথলিক পুস্তকগুলিও সাক্ষ্য দেয় যে বিশ্রামদিন হল শনিবার।
“শাস্ত্র শনিবারকে ধর্মীয়ভাবে পালন করার জন্য জোর দেয়, সেই দিন যা আমরা কখনো পালন করি না।”
“বিশ্রামদিন শব্দের অর্থ হল বিশ্রাম, এবং এটা সপ্তাহের সপ্তম দিন শনিবার।”
যীশুও বিশ্রামদিনে (শনিবার) আরাধনা করেছিলেন।
“যীশু ... আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিলেন।” লূক ৪:১৬
যীশু স্বর্গারোহণ করার পর, প্রেরিত পৌলও বিশ্রামদিনে (শনিবার) আরাধনা করেছিলেন।
“সেই স্থানে যিহূদীদের এক সমাজ-গৃহ ছিল; আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন, এবং তিন বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন …” প্রেরি ১৭:২
যেভাবে যীশু এবং তাঁর শিষ্যরা বিশ্রামদিন (শনিবার) পালন করেছিলেন,
সেভাবে ঈশ্বরের লোকেদের ঈশ্বরের নিযুক্ত করা বিশ্রামদিন (শনিবার) পালন করা উচিৎ।
বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী ঈশ্বরের নিযুক্ত করা সপ্তম-দিন বিশ্রামদিন পালন করে।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি