এই পুস্তক বলে যে সবথেকে রহস্যময় অংশ হল আদিপুস্তক, যেখানে ঈশ্বরকে “আমরা” বলে উল্লেখ করা হয়েছে।
যখন পিতা ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি বলেন নি, “আমি মনুষ্য নির্ম্মাণ করি” … কিন্তু তিনি বলেছিলেন, “আমরা … মনুষ্য নির্ম্মাণ করি”আদিপুস্তক ১:২৬
ঈশ্বর হলেন একজন, “পিতা”! তাহলে, কেন বাইবেলে ঈশ্বরকে “আমরা” বলে বর্ণনা করা হয়েছে?
“আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন।”আদিপুস্তক ১:১
বাইবেলের মূল পাঠ্য তোরাহ্-তে, এটাকে “এলোহীম” হিসাবে লেখা আছে যার মানে “ঈশ্বরেরা।”
এলোহীম মানে হল ঈশ্বররা, যা হল ঈশ্বরের একবচন রূপ এল বা এলোহার বহুবচন।
বাইবেলে, ঈশ্বরকে ২,৫০০ বারের বেশী ঈশ্বরেরা [এলোহীম] হিসাবে লেখা আছে।
এটা দেখায় যে, শুধু “পিতা ঈশ্বর” নয়, কিন্তু অন্য ঈশ্বরও আছেন। পুরুষ ও স্ত্রী ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল।
“পরে ঈশ্বর[এলোহীম] আপনার প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন; ঈশ্বরের[এলোহীম] প্রতিমূর্ত্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন।”আদিপুস্তক ১:২৭
পুরুষ পিতা ঈশ্বরের স্বরূপে সৃষ্টি হয়েছিল। স্ত্রী মাতা ঈশ্বরের স্বরূপে সৃষ্টি হয়েছিল। “এলোহীম” সৃষ্টিকর্তা হলেন পিতা ঈশ্বর
এবং “মাতা ঈশ্বর।”
আর ভবিষ্যদ্বাণী আছে যে ঈশ্বর শেষ দিনে প্রকট হবেন। (১ তীমথিয় ৬:১৫)
পুত্রের যুগে, ঈশ্বর যীশু হিসাবে প্রকট হয়েছিলেন।
এই যুগে, এলোহীম, পিতা ঈশ্বর এবং “মাতা ঈশ্বর” মনুষ্যজাতিকে বাঁচানোর জন্য শরীর ধারণ করে আসবেন।
বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী এই পবিত্র আত্মার যুগে আত্মা ও কন্যা--খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরকে উদ্ধারকর্তা হিসাবে বিশ্বাস করে।
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি