ঈশ্বরের আরাধনা করার দিন হল সপ্তমদিন-বিশ্রামদিন, যা হল সপ্তাহের দিনের মধ্যে শনিবার। বিশ্রামদিন হল আশীর্বাদের সাথে প্রতিজ্ঞা করা একটা পবিত্র দিন এবং আমাদের জন্য ঈশ্বরের লোক হিসাবে স্বীকৃত হওয়ার দিন। দশ আজ্ঞার চতুর্থ আজ্ঞা হিসাবে এটা হল আরাধনার দিন যা মনুষ্যজাতিকে অবশ্যই পালন করা উচিৎ। সেইজন্যই যীশু, খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর বিশ্রামদিন পালন করার উদাহরণ স্থাপন করেছিলেন।
কেন ঈশ্বর কয়িনের উৎসর্গ অগ্রাহ্য করেছিলেন এবং হেবলের উৎসর্গ গ্রহণ করেছিলেন? কেন ঈশ্বর হারোণের পুত্র নাদব ও অবীহূ-কে নাশ করেছিলেন, যারা যাজক ছিল, যারা হল আজকের দিনের পাদ্রীদের মত? এই সবের কারণ ছিল তারা নিজেদের চিন্তা অনুসারে কাজ করেছিল এবং ঈশ্বরের বাক্য পালন করেনি। একইভাবে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে বিশ্রামদিন পালন করে ঈশ্বরের আরাধনা করা হল আশীর্বাদের গুপ্ত চাবি।
আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্ব্বাদ করিয়া পবিত্র করিলেন, ...
আদিপুস্তক ২:৩
তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও।
যাত্রাপুস্তক ২০:৮
আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন, সেই নাসরতে উপস্থিত হইলেন,
এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিলেন, ও পাঠ করিতে দাঁড়াইলেন।
লূক ৪:১৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি