ঈশ্বরের আজ্ঞা পালন না করে, আমরা ঈশ্বরের রহস্য, খ্রীষ্টকে জানতে পারব না। এর কারণ হল ঈশ্বর কেবলমাত্র তাদেরই বোধশক্তি দান করেন যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে যেমন বিশ্রামদিন এবং নতুন নিয়মের নিস্তারপর্ব, যাতে তারা ঈশ্বরকে চিনতে পারে যিনি শরীর ধারণ করে এসেছেন।
যারা মানুষের তৈরী নিয়ম মেনে চলে তারা বিশ্রামদিন এবং নিস্তারপর্বকে গুরুত্বহীন বলে মনে করে, কিন্তু যারা ঈশ্বরের কাছ থেকে বোধশক্তি পেয়েছে তারা ঈশ্বরের প্রতিটি আজ্ঞার মধ্যে থাকা প্রকৃত অর্থকে উপলব্ধি করে এবং চিৎকার করে, “ইনি আমাদের ঈশ্বর,” যেমন নবী যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন। খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর, যারা ১,৬০০ বছরেরও বেশী সময় ধরে পালিত না হওয়া নিস্তারপর্ব পুনঃস্থাপিত করে মৃত্যুকে ধ্বংস করেছেন, তাঁরা হলেন সত্য ঈশ্বর যাঁদের জন্য মানবজাতি দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল।
সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ; যে কেহ তদনুযায়ী কর্ম্ম করে, সে সদ্বুদ্ধি পায়;
তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।
গীতসংহিতা ১১১:১০
আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্ব্বতে সর্ব্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্য দ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের ... , তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন ... সেই দিন লোকে বলিবে, এই দেখ, ইনিই আমাদের ঈশ্বর; আমরা ইহাঁরই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন;
যিশাইয় ২৫:৬-৯
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি