যেভাবে লোকেরা তাদের মাতার কন্ঠস্বর দ্বারা শান্তি ও সান্ত্বনা খুঁজে পায় যা তারা মায়ের গর্ভে শুনেছিল,
সেভাবে ঈশ্বরের সন্তানরা আত্মিক শান্তি খুঁজে পাবে যখন তারা মাতা ঈশ্বরের কন্ঠস্বর শুনবে।
প্রায় ২,০০০ বছর আগে, যীশু একা বলেছিলেন, “যে কেউ আমার কাছে আসুক এবং জীবন জল গ্রহণ করুক,”
কিন্তু পবিত্র আত্মার যুগে, খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর একসাথে উদ্ধারের কন্ঠস্বর ঘোষণা করেন।
খ্রীষ্ট আনসাংহোং বলেছিলেন, “যিহোশূয় মোশিকে অনুসরণ করেছিলেন, ইলীশায় এলিয়কে অনুসরণ করেছিলেন,
পিতর যীশুকে অনুসরণ করেছিলেন এবং আমি মাতাকে অনুসরণ করি।”
কারণ মনুষ্যজাতি তখন উদ্ধার পেতে পারবে যখন তারা মাতা ঈশ্বরের কন্ঠস্বর শুনবে।
আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইস।
যে শুনে, সেও বলুক, আইস। আর যে পিপাসিত, সে আইসুক;
যে ইচ্ছা করে, সে বিনামূল্যেই জীবন-জল গ্রহণ করুক।
প্রকাশিত বাক্য ২২:১৭
মাতা যেমন আপন পুত্রকে সান্ত্বনা করে, তেমনি আমি তোমাদিগকে
সান্ত্বনা করিব; তোমরা যিরূশালেমে সান্ত্বনা পাইবে।
যিশাইয় ৬৬:১৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি