কনানে পৌঁছে যিহোশূয়কে অনেক সাহসী হওয়ার জন্য ঈশ্বর বারংবার জোর দিয়েছিলেন, এবং যোনাকে শত্রু দেশের রাজধানী নগরে সাহসের সাথে ঈশ্বরের বাক্য প্রচার করতে আজ্ঞা দিয়েছিলেন।
একইভাবে, সারা জগতে নতুন নিয়মের সুসমাচার প্রচার করার জন্য আমাদেরও সাহস দরকার।
যেখানেই প্রচার করা হয় সেখানেই ঈশ্বরের সুসমাচার অন্ধকারকে আলোতে পরিবর্তন করবে এটা বিশ্বাস করে, ঈশ্বরের
মণ্ডলীর সদস্যরা, যারা আত্মিক কনান দেশের উত্তরাধিকারী হয়েছেন, যিহোশূয়র মিশন সম্পন্ন করেছেন।
যোনার মত তারা সারা জগতে সাহসের সাথে খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের উদ্ধারের বিষয়ে প্রচার করেছেন।
বলবান হও ও সাহস কর; কেননা যে দেশ দিতে ইহাদের পিতৃপুরুষদের কাছে আমি দিব্য করিয়াছি,
তাহা তুমি এই লোকদিগকে অধিকার করাইবে।
তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস কর; আমার দাস মোশি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্ব্বক পালন কর; তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না; যেন তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে বুদ্ধিপূর্ব্বক চলিতে পার।
যিহোশূয়ের পুস্তক ১:৬-৭
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি