হারানো মেষের কাছে রাজার থেকে মেষপালক বেশী গুরুত্বপূর্ণ, এবং মরুভূমিতে সোনার থেকেও জল বেশী মূল্যবান।
ঈশ্বরের আজ্ঞার মূল্য তখন প্রকট হবে যখন মানবজাতি ঈশ্বরের বিচারের সিংহাসনের সামনে দাঁড়াবে।
কারণ কেউ ঈশ্বরের আজ্ঞা পালন করেছে কি না তার উপর ভিত্তি করে স্বর্গ ও নরক নির্ধারিত হয়।
যেহেতু স্বর্গরাজ্য হল সেই জায়গা যেখানে পাপীরা প্রবেশ করতে পারে না, তাই এটা অত্যাবশ্যকীয় যে তারা যেন তাদের পাপের ক্ষমা পায়।
নতুন নিয়মের নিস্তারপর্বের দ্বারা ঈশ্বর খ্রীষ্টের বহুমূল্য রক্তে পাপের ক্ষমার প্রতিজ্ঞা করেছেন।
অতএব, দায়ূদের মত মানবজাতির অবশ্যই ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস রাখা এবং তাঁর আজ্ঞাকে প্রেম করা উচিৎ।
তজ্জন্য আমি তোমার আজ্ঞা সকল ভালবাসি, স্বর্ণ হইতে, নির্ম্মল স্বর্ণ হইতেও ভালবাসি। …
গীতসংহিতা ১১৯:১২৭
আর তাহাকে বল, গুরু কহিতেছেন, আমার সময় সন্নিকট; আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তারপর্ব্ব পালন করিব।
তাহাতে শিষ্যেরা যীশুর আদেশ অনুসারে কর্ম্ম করিলেন, ও নিস্তারপর্ব্বের ভোজ প্রস্তুত করিলেন।
… তোমরা সকলে ইহা হইতে পান কর; কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য, পাপমোচনের নিমিত্ত, পাতিত হয়।
মথি ২৬:১৮-২৮
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি