যারা আজ্ঞাকারী নয় তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, যা হল কনান দেশ,
যেভাবে পুরাতন নিয়মের ইতিহাসে দেখা গিয়েছিল।
এই ইতিহাসের দ্বারা, আমরা দেখতে পারি কিভাবে রাজা সিদিকিয় প্রথমে আজ্ঞাকারী হয়েছিল, কিন্তু পরে অনাজ্ঞাকারীতায় ফিরে গিয়েছিল এবং কিভাবে রাজা শৌল অর্ধেক আজ্ঞাকারী ও অর্ধেক অনাজ্ঞাকারী ছিল, তার সাথে সেই লোকেরাও ছিল যারা প্রথম থেকেই অনাজ্ঞাকারী ছিল। এই লোকেরা উদ্ধার পাবে না, কিন্তু মেষশাবক যেখানে যান, যারা তাঁকে আজ্ঞাকারীতার সাথে অনুসরণ করে তারা উদ্ধার পাবে।
খ্রীষ্ট আনসাংহোং, যিনি মেষশাবক রূপে এসেছেন, তিনি বাইবেলের মাধ্যমে নিশ্চিত করেছেন যে, যারা ঈশ্বরের বাক্যের আজ্ঞাকারী হয় তারা স্বর্গে যাবে। তিনি মানবজাতির কাছে তাঁর শিক্ষা রেখে গেছেন এই বলে, “যখন আপনারা সম্পূর্ণভাবে মাতা ঈশ্বরের শিক্ষার আজ্ঞাকারী হবেন, তখন অনেক ভাল জিনিস ঘটবে, যা আপনারা আশা করেন নি।”
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্ব্বক সে সকল পালন করিবে, অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্ব্বক সে সকল পালন করিবে, আর তুমি সেই সমস্ত পথ স্মরণে রাখিবে, … যেন তোমার পরীক্ষা করিবার নিমিত্তে, অর্থাৎ তুমি তাঁহার আজ্ঞা পালন করিবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে জানিবার নিমিত্তে তোমাকে নত করেন।
দ্বিতীয় বিবরণ ৮:১-২
তিনি কাহাদের বিরুদ্ধেই বা এই শপথ করিয়াছিলেন যে, “ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,”
অবাধ্যদের বিরুদ্ধে কি নয়? ইহাতে আমরা দেখিতে পাইতেছি যে, অবিশ্বাস প্রযুক্তই তাহারা প্রবেশ করিতে পারিল না।
ইব্রীয় ৩:১৮-১৯
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি