পুরাতন নিয়মের উৎসর্গের মধ্যে পাপীর অনুতাপ
এবং ঈশ্বরের প্রায়শ্চিত্ত ছিল। আদম ও হবার প্রথম পাপ করার পর
ঈশ্বর কয়িন ও হেবলকে উৎসর্গ করার অনুমতি দিয়েছিলেন
যার দ্বারা তারা আবার জীবন বৃক্ষের কাছে যেতে পেরেছিল।
মোশির সময় পর্য্যন্ত উৎসর্গ অনবরত চলেছিল
এবং নতুন নিয়মের সময়ে সেটা আরাধনায় পরিবর্তন হয়েছে।
ঈশ্বরের কাছে আরাধনা উৎসর্গ করা ছাড়া
আমাদের কখনোই পাপের ক্ষমা দেওয়া হতে পারে না।
পুরাতন নিয়মের সমস্ত আরাধনায়
পাপীদের বদলে পশুরা রক্ত ঝরাত।
কিন্তু নতুন নিয়মের সময়ে
যীশু খ্রীষ্ট পাপবলি হিসাবে নিজেকে উৎসর্গ করেছিলেন।
অতএব আমাদের অবশ্যই আত্মায় ও সত্যে সমস্ত আরাধনা পালন করা উচিৎ
যা যীশু তাঁর বলিদানের দ্বারা স্থাপন করেছিলেন।
এই বিষয় যে যীশু মহাযাজক হয়েছিলেন
মানে আমাদের অনবরত আরাধনা উৎসর্গ করা উচিৎ।
চার্চ অফ গডের সদস্যরা বিশ্রামদিন, নিস্তারপর্বের মত সমস্ত
আরাধনা পালন করে এবং পাপের ক্ষমা ও স্বর্গের আশার
দিকে এগিয়ে যায় যা ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা করেছেন।
এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন;
ঈশ্বরকর্ত্তৃক মল্কীষেদকের রীতি অনুযায়ী মহাযাজক বলিয়া অভিভাষিত হইলেন। ইব্রীয় ৫:৯-১০
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি