আজও, বিশ্রামদিন এবং নিস্তারপর্বের মত নতুন নিয়ম পালন করার ঈশ্বরের আজ্ঞার মধ্যে, তাঁর গভীর ইচ্ছা আছে, ঠিক সেই রকম যেমন ঈশ্বর আশীর্বাদ দেওয়ার জন্য এদন উদ্যানে আদম ও হবাকে বলেছিলেন, “সদসদ্ জ্ঞান-দায়ক বৃক্ষের ফল ভোজন করিও না।”
এর মধ্যে নতুন নিয়মের দ্বারা মানবজাতিকে আশীর্বাদ দেওয়ার চূড়ান্ত ইচ্ছা আছে।
যদি আমরা শুধুমাত্র নিজেদের অভিজ্ঞতা ও জ্ঞানের উপর নির্ভর করি এবং ঈশ্বরের বাক্যকে নীচু মনে করি, তাহলে শেষে কষ্ট ও দুর্ভাগ্য আমাদের অনুসরণ করবে।
খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন যে, যখন আমরা দানিয়েল, শদ্রক, মৈশক এবং অবেদ-নগোর মত ঈশ্বরের বাক্যকে মূল্যবান বলে বিবেচনা করব, তখন আমরা আশীর্বাদ ও মহিমা পাব যা জগৎকে অবাক করে দেবে।
অদ্য আমি তোমাদিগকে যে সকল আজ্ঞা দিতেছি, তোমরা যত্নপূর্ব্বক সে সকল পালন করিবে, যেন বাঁচিতে পার ও বৃদ্ধি পাও, এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার কর।
দ্বিতীয় বিবরণ ৮:১
আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি, যত্নপূর্ব্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত কর, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন;
দ্বিতীয় বিবরণ ২৮:১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি