যখন আমরা আমাদের বিশ্বাসের পথে পরীক্ষা, ক্লেশ এবং ক্রুশের ভারী বোঝার সম্মুখীন হই, তখন যারা এই কষ্টগুলিকে কষ্ট বলে মনে করে, চিন্তা করে, “আমি দুর্ভাগ্যপূর্ণ”, তারা সত্যিই অখুশী হবে, কিন্তু যারা এই পরিস্থিতিতে আশীর্বাদ উপলব্ধি করে এবং ধন্যবাদ দেয়, তারা খুশী খুঁজে পাবে এবং স্বর্গরাজ্যে প্রবেশ করবে।
খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর বলেছেন, “সর্বদা আনন্দিত হও এবং সব পরিস্থিতিতে ধন্যবাদ দাও,” এবং তাঁরা আমাদের সন্তুষ্টির জীবনযাপন করতে শেখান কারণ জাগতিক লোভ প্রলোভন এবং দুঃখের সৃষ্টি করে। তাঁরা আমাদের যে কোন দুর্ভাগ্যপূর্ণ পরিস্থিতিকে খুশীর শক্তিতে পরিবর্তন করে নিজেদের ভক্তিপূর্ণ হওয়ার প্রশিক্ষণ দিতে অভ্যাস করার জন্য শিক্ষা দিয়েছেন।
সতত আনন্দ কর; অবিরত প্রার্থনা কর; সর্ব্ববিষয়ে ধন্যবাদ কর;
কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা।
১ থিষলনীকীয় ৫:১৬-১৮
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই
দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে। ... কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত
হইয়া পরীক্ষিত হয়। পরে কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে, এবং পাপ পরিপক্ব হইয়া মৃত্যুকে জন্ম দেয়।
যাকোব ১:১২-১৫
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি