যীশুর দ্বারা আমাদের দেওয়া একটি দৃষ্টান্তে, আমরা বুঝতে পারি যে, অব্রাহাম পিতা ঈশ্বরকে সম্বোধিত করে এবং সারা, যে অব্রাহামের পরিবারের উত্তরাধিকারী নির্ধারণ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তিনি হলেন আমাদের স্বাধীনা মাতা, যাকে নতুন নিয়ম বলে সম্বোধিত করা হয়েছে।
যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা সকলে ইলীয়েষরের মত, যার পিতামাতা দাস ছিল, বা যারা শুধু পিতা ঈশ্বরকে বিশ্বাস করে তারা ইশ্মায়েলের মত, তারা ঈশ্বরের উত্তরাধিকারী হতে পারবে না।
ইস্হাকের মত, যারা পিতা ঈশ্বরকে(খ্রীষ্ট আনসাংহোং) এবং মাতা ঈশ্বরকে গ্রহণ করেছে, যিনি হলেন স্বাধীনা এবং ঈশ্বরের মাংস এবং রক্ত দ্বারা “আমার সন্তান” বলে মুদ্রাঙ্কিত হয়েছে, তারাই স্বর্গরাজ্যের উত্তরাধিকারী হতে পারবে।
পরে সেই ধনবান্ও মরিল, এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে, যাতনার মধ্যে, সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাঁহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চৈঃস্বরে কহিল, পিতঃ, অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, ...
লূক ১৬:২২-২৪
কিন্তু ঐ দাসীর পুত্র মাংস অনুসারে, স্বাধীনার পুত্র প্রতিজ্ঞার গুণে জন্মিয়াছিল। এ সকল কথার রূপক অর্থ আছে, ... হে ভ্রাতৃগণ। আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান।
গালাতীয় ৪:২৩-৩১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি