যারা ঈশ্বরের বাক্যকে ঠাট্টা বলে মনে করেছিল এবং পালিয়ে যায় নি, তারা নাশ হয়েছিল যখন ঈশ্বর নোহর সময়ে জলপ্লাবন দ্বারা এবং সদোম ও ঘমোরার সময়ে আগুন দ্বারা পৃথিবীর বিচার করেছিলেন।
একইভাবে, যে লোকেরা যীশুর এই বাক্যে বিশ্বাস করে নি, “যখন তোমরা দেখবে সৈন্য দ্বারা যিরূশালেম ঘেরাও হয়েছে, তখন তোমাদের পলায়ন করা উচিৎ” কিন্তু জয়ের অনুভূতিতে জয়ী হয়েছিল, সেই সমস্ত লোকেরা রোমান সেনাদের দ্বিতীয় আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল।
এই জগৎ আগুনের দ্বারা ঈশ্বরের শেষ বিচারকে একটা ঠাট্টা বলে মনে করে।
কিন্তু, ঈশ্বর মানবজাতির জন্য অপেক্ষা করছেন কারণ তিনি চান সবাই যেন উদ্ধার পায়, যাতে একটা লোকও ধ্বংস না হয়।
এইভাবে, ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা জোরালোভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জগৎকে উদ্ধারের বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন।
শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে; তাহারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে,
এবং বলিবে, তাঁহার আগমনের প্রতিজ্ঞা কোথায়?
... যে দিনের হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে, এবং মূলবস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে।
কিন্তু তাঁহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর অপেক্ষায় আছি,
যাহার মধ্যে ধার্ম্মিকতা বসতি করে।
২ পিতর ৩:৩-১৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি