ঠিক যেমন একটি বিল্ডিং সোজা হচ্ছে কিনা তা দেখার জন্য একটি ওলোনসূত্র ব্যবহার করা হয়, সেইভাবে ঈশ্বর তাঁর সন্তানদের পরীক্ষা করেন যে, তারা তাদের বিশ্বাসের ঘর সোজাভাবে তৈরি করছে কিনা, ঠিক যেমন ঈশ্বর ইয়োব, শদ্রক, মৈশক এবং অবেদনাগোকে করেছিলেন। কিন্তু শেষে সর্বদা তাঁর আশীর্বাদ আসে।
খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর সেই সদস্যদের শিক্ষা দিয়েছেন, যারা এই সময় তাদের বিশ্বাসের ঘর তৈরি করছেন, যে ঈশ্বর যখন সমগ্র জগৎকে পরীক্ষা করবেন, তখন তিনি প্রতিটি ব্যক্তির কথা, কাজ এবং হৃদয় পরীক্ষা করবেন এবং তারপর অবিশ্বাসীদের উপর, যারা বচসা করে ও অভিযোগ করে, তাদের উপর বিপত্তি আনবেন। তাঁরা সদস্যদের যেকোন পরিস্থিতিতে সর্বদা স্বর্গ এবং একমাত্র ঈশ্বরের কথা চিন্তা করতে শিখিয়েছেন।
তিনি আমাকে এইরূপ দেখাইলেন, দেখ, প্রভু ওলোন হস্তে লইয়া
ওলোনের দ্বারা প্রস্তুত এক ভিত্তির উপরে দাঁড়াইয়া আছেন।
... তখন প্রভু কহিলেন, দেখ, আমি আপন প্রজা ইস্রায়েলের মধ্যে
ওলোনসূত্র লাগাইতেছি, তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
আমোষ ৭:৭-৮
আর আমি মারী দ্বারা তাহার সন্তানগণকে বধ করিব;
তাহাতে সমস্ত মণ্ডলী জানিতে পারিবে, “আমি মর্ম্মের ও হৃদয়ের অনুসন্ধানকারী,
আর আমি তোমাদের প্রত্যেক জনকে আপন আপন কার্য্যানুযায়ী ফল দিব।”
প্রকাশিত বাক্য ২:২৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি