স্বর্গদূত লুসিফার এবং সোরের রাজা, যারা স্বর্গে একটি মহিমান্বিত পদে ছিল, তাদের অহংকারের কারণে তারা ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, নিজেকে ঈশ্বরের উপরে তুলতে চেয়েছিল, সমস্ত মানবজাতি স্বর্গে পাপ করেছিল এবং এই পৃথিবীতে নেমে এসেছে এবং নরকের শাস্তির জন্য নিযুক্ত ছিল। কিন্তু, ঈশ্বর নিজেই প্রতিটি আরাধনায় পাপবলির উৎসর্গ হয়েছিলেন এবং আমাদের পাপের ক্ষমা দিয়েছেন।
মোশির সময় থেকে যীশুর সময় পর্যন্ত প্রায় ১,৫০০ বছর ধরে, ঈশ্বর আমাদের বিশ্রামদিন এবং প্রতিটি পর্বে পুরুষ ও স্ত্রী পশুদের বলিদানের রক্তের মাধ্যমে পাপের ক্ষমা পাওয়ার অনুমতি দিয়েছিলেন। পুরাতন নিয়মের মাধ্যমে, ঈশ্বর আমাদের মাতা ঈশ্বরের বলিদান ও প্রেম জানতে দেন, যিনি হলেন নতুন নিয়মের বাস্তবতা এবং আমাদের খ্রীষ্ট আনসাংহোং-এর বলিদান দেখান, যিনি মানবজাতির প্রতি তাঁর প্রেমের প্রমাণ হিসাবে ক্রুশে তাঁর রক্ত ঝরিয়েছিলেন।
পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে;
তাহা ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর কারণ অশৌচঘ্ন জলের নিমিত্তে রাখা যাইবে; এটী পাপার্থক বলি।
গণনাপুস্তক ১৯:৯
আর যদি কোন এক ব্যক্তি প্রমাদবশতঃ পাপ করে, তবে সে পাপার্থক বলিরূপে একবর্ষীয়া এক ছাগবৎসা আনিবে।
গণনাপুস্তক ১৫:২৭
সদাপ্রভু এই কথা কহেন, আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি, তাহার সেই ত্যাগপত্র কোথায়?
কিম্বা আমার মহাজনদের মধ্যে কাহার কাছে তোমাদিগকে বিক্রয় করিয়াছি? দেখ, তোমাদের অপরাধ প্রযুক্ত তোমরা বিক্রীত হইয়াছ,
এবং তোমাদের অধর্ম্ম প্রযুক্ত তোমাদের মাতা ত্যক্তা হইয়াছে।
যিশাইয় ৫০:১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি