বাইবেল ভবিষ্যদ্বাণীগতভাবে এই যুগকে একটি বড় সংকটের সময় হিসাবে বর্ণনা করে।
যখন বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ হয় এবং অগণিত জলবায়ু বিপত্তি আসে, লোকেরা মহাকাশ, সমুদ্রের গভীরে বা মাটির নীচে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে।
কিন্তু, বাইবেল বলে যে সিয়োন ছাড়া, যেখানে মাতা ঈশ্বর বাস করেন, আর কোন উদ্ধারের আশ্রয় নেই।
যেভাবে ঈশ্বর দানিয়েলের কাছে রাজা নবূখদ্নিৎসরের স্বপ্ন প্রকট ও ব্যাখ্যা করেছিলেন, তেমনই আজ তিনি প্রকট করেছেন যে বিপত্তির মধ্যে সবথেকে নিরাপদ আশ্রয় হল মাতা ঈশ্বর।
যেভাবে বিপদের সময় সন্তানরা তাদের মায়ের কোলে থাকাকে সবথেকে নিরাপদ অনুভব করে, সেভাবে ঈশ্বর প্রকট করেছেন যে, বিপত্তির মধ্যে মাতা ঈশ্বর হলেন মানবজাতির জন্য সবথেকে নিরাপদ স্থান।
আমি ভূতল হইতে সকলই সংহার করিব, ইহা সদাপ্রভু বলেন।
আমি মনুষ্য ও পশুগণকে সংহার করিব, আমি আকাশের পক্ষিগণকে, সমুদ্রের মৎস্যগণকে, ও দুষ্টগণশুদ্ধ বিঘ্ন সকল সংহার করিব; হাঁ, আমি ভূতল হইতে মনুষ্যকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু বলেন। ...
সফনিয় ১:২-৩
কিন্তু সেই দুষ্ট দাস যদি মনে মনে বলে, ‘আমার প্রভুর আসিবার বিলম্ব আছে,’
আর যদি আপন সহদাসদিগকে মারিতে, এবং মত্ত লোকদের সঙ্গে ভোজন ও পান করিতে, আরম্ভ করে,
তবে যে দিন সে অপেক্ষা না করিবে, এবং যে দণ্ড সে না জানিবে, সেই দিন সেই দণ্ডে সেই দাসের প্রভু আসিবেন;
আর তাহাকে দ্বিখণ্ড করিয়া কপটীদের মধ্যে তাহার অংশ নিরূপণ করিবেন; সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।
মথি ২৪:৪৮-৫১
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি