ইস্রায়েলীয়রা তাদের মূর্তিপূজার জন্য অনুতাপ করার পর দ্বিতীয়বার দশ আজ্ঞা পেয়েছিল, এবং ঈশ্বর সেই দিনকে প্রায়শ্চিত্ত দিন নাম দিয়েছিলেন কারণ তারা ঈশ্বরের কাছ থেকে প্রায়শ্চিত্ত প্রাপ্ত করেছিল।
পবিত্র ক্যালেণ্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিনে তূরীধ্বনি পর্ব হল সেই পর্ব যখন অনুতাপের তূরী জোরে বাজানো হয় এটা বোঝানোর জন্য যে সমস্ত লোকেদের ঈশ্বরের কাছে অনুতাপ করা উচিৎ কারণ দশ দিন পরে হল প্রায়শ্চিত্ত দিন।
যেভাবে মোশির সময়ে প্রায়শ্চিত্ত দিনের দশ দিন আগে ইস্রায়েলীয়রা অনুতাপের তূরী বাজাত, সেভাবে এখন আমাদের অবশ্যই বাপ্তিস্ম এবং নতুন নিয়মের পর্বের দ্বারা সমস্ত জগৎকে খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের কাছে এসে উদ্ধার পাওয়ার জন্য ডাকার এবং সম্পূর্ণ অনুতাপ অর্জন করার তূরী বাজানো উচিৎ।
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব্ব এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে।
তোমরা কোন শ্রমসাধ্য কর্ম্ম করিবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে।
লেবীয় পুস্তক ২৩:২৪-২৫
যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকে প্রয়োজন নাই,
কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে।
আমি ধার্ম্মিকদিগকে নয়, কিন্তু পাপীদিগকেই ডাকিতে আসিয়াছি।
লূক ৫:৩১-৩২
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি