পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের প্রথম দিনে ঈশ্বর ইস্রায়েলীয়দের তূরীধ্বনির পর্বে অনুতাপের তূরী বাজাতে দিয়েছিলেন, প্রায়শ্চিত্ত দিনের প্রস্তুতি করার জন্য, যা হল পবিত্র ক্যালেন্ডার অনুসারে সপ্তম মাসের দশম দিন, যখন মোশি দ্বিতীয়বার দশ আজ্ঞা পেয়েছিলেন।
আত্মিকভাবে, এটা হল একটা পর্ব যা সমস্ত মানবজাতিকে অনুতাপ করার জন্য আহ্বান জানায়, যারা স্বর্গে ক্ষমার অযোগ্য পাপ করেছে এবং পৃথিবীতে বিতাড়িত হয়েছে, এই বলে যে, “নতুন নিয়মের মাধ্যমে অনুতাপ করুন এবং ঈশ্বরের কাছে ফিরে আসুন।”
আজ, যখন স্বর্গরাজ্য কাছে এসে গেছে, যারা সম্পূর্ণ অনুতাপের মাধ্যমে স্বর্গরাজ্যের প্রতিজ্ঞা পেয়েছে তাদের অবশ্যই ঈশ্বরের বলিদান ও প্রেমের বিষয়ে তূরী বাজানো উচিৎ, যাঁরা নতুন নিয়মের মাধ্যমে তাদের রক্ষা করেছেন, যাতে সমস্ত জগৎ অনুতাপ করতে পারে এবং খ্রীষ্ট আনসাংহোং ও মাতা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে।
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব্ব
এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে।
লেবীয়পুস্তক ২৩:২৪
‘কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল; তোমরা মন ফিরাও, ও সুসমাচারে বিশ্বাস কর।’
মার্ক ১:১৫
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি