যেহেতু তাদের রাজ্য আরও শক্তিশালী হয়েছিল, রহবিয়াম, শৌল, উষিয়, আহস এবং সিদিকিয়ের মত রাজারা
নিজেদের বড় করেছিল এবং অহংকারী হয়েছিল।
অবশেষে, তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল এবং ধ্বংস হয়ে গিয়েছিল।
অন্যদিকে, যোথম, দায়ূদ, দানিয়েল এবং তার তিনজন বন্ধু সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল এবং ঈশ্বরের দ্বারা আশীর্বাদ
পেয়েছিল।
এটা হল একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যা বিশ্বাসের সেই দিক নির্দেশনা দেখায় যা আজ ঈশ্বরের মণ্ডলীর সদস্যদের অনুসরণ করা উচিৎ।
তাদের সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা উচিৎ, এমন বিশ্বাসের সাথে নয় যা পরিস্থিতি ও অবস্থার উপর নির্ভর করে নড়ে যায়।
এছাড়াও, তাদের খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বরের সাহায্যের উপর বিশ্বাস করা উচিৎ এবং ঈশ্বরের বাক্য অনুসারে সুসমাচার কাজ করা উচিৎ।
তাহলে ঈশ্বর দায়ূদের রাজ্যের মত সিয়োনকে শক্তিশালী, সমৃদ্ধ এবং সারা জগতে বিশিষ্ট করবেন।
এইরূপে শৌল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন; কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই;
আবার তিনি অনুসন্ধান জন্য ভূতড়িয়ার কাছে মন্ত্রণা জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করেন নাই;
তজ্জন্য তিনি তাঁহাকে বধ করিলেন, এবং রাজ্য হস্তান্তর করিয়া যিশয়ের পুত্র দায়ূদকে দিলেন।
১ বংশাবলি ১০:১৩-১৪
এইরূপে যোথম শক্তিমান্ হইলেন, কেননা তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে আপন পথ ব্যবস্থিত করিয়াছিলেন।
২ বংশাবলি ২৭:৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি