যীশু ধনী ব্যক্তির এবং লাসারের দৃষ্টান্ত দ্বারা মানবজাতিকে শিক্ষা দিয়েছিলেন যে এই পৃথিবীর জীবন শেষ নয়। লাসার, যদিও এই পৃথিবীতে দরিদ্র ছিল, তবুও স্বর্গের আশার সাথে একজন যাত্রী হিসাবে জীবনযাপন করেছিল এবং অবশেষে খুশী খুঁজে পেয়েছিল।
অন্যদিকে, ধনী ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করত, কিন্তু সে একজন ভবঘুরে হিসাবে জীবনযাপন করেছিল।
সে স্বর্গরাজ্যর জন্য প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছিল এবং অবশেষে নরকে কষ্টভোগ করেছিল।
খ্রীষ্ট আনসাংহোং এবং মাতা ঈশ্বর মানবজাতিকে অব্রাহাম ও মোশির মত বিশ্বাসের পূর্বপুরুষদের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, যারা বলেছিলেন, “আমরা এই পৃথিবীতে বিদেশী ও যাত্রী।”
বাইবেলের এই রেকর্ডের দ্বারা, তাঁরা সমস্ত মানবজাতিকে আলোকিত করেছেন যে, তাদের আসল ঘর যেখানে তাদের ফিরে যাওয়া উচিৎ সেটা হল স্বর্গরাজ্য।
বিশ্বাসানুরূপে ইহাঁরা সকলে মরিলেন; ইহাঁরা প্রতিজ্ঞাকলাপের ফল প্রাপ্ত হন নাই,
কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং
আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন।
ইব্রীয় ১১:১৩
তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।
আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, ...
কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।
যেন, আমি যেখানে থাকি, তোমরাও সেই খানে থাক।
যোহন ১৪:১-৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি