যেভাবে আদম ও হবা পাপ করেছিল কারণ তারা ঈশ্বরের এই ব্যবস্থা ভুলে গিয়েছিল যে, “তোমরা সদসদ্ জ্ঞান-দায়ক বৃক্ষের ফল ভোজন করো না,” সেভাবে যখনই আমরা ঈশ্বরের ব্যবস্থা ভুলে যাই, আমরা পাপ করি এবং বিপত্তি পাই।
এমনকি এই যুগেও, ঈশ্বর বলেছেন যে শেষ বিপত্তি আসবে কারণ জগৎ ঈশ্বরের ব্যবস্থা—বিশ্রামদিন এবং নতুন নিয়মের নিস্তারপর্ব ভুলে গেছে এবং সেগুলি পালন করে না।
মনুষ্যজাতি হল আত্মা [স্বর্গদূত] যারা স্বর্গে পাপ করেছিল এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছে।
তারা শুধুমাত্র তখনই স্বর্গে ফিরে যেতে পারবে যখন তারা এই পৃথিবীতে থাকার সময় ঈশ্বরের বাক্য পালন করবে।
যেভাবে রাজা হিষ্কিয় ঈশ্বরের বাক্য অনুসারে ব্যবস্থা (নিস্তারপর্ব) পালন করার দ্বারা আশীর্বাদ পেয়েছিলেন,
সেভাবে ঈশ্বরের মণ্ডলীও ঈশ্বরের ব্যবস্থা—নতুন নিয়ম পালন করার দ্বারা ঈশ্বরের ইচ্ছা পালন করে।
সাবধান, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ভুলিয়া যাইও না; আমি অদ্য তাঁহার যে সকল আজ্ঞা, শাসন ও বিধি
তোমাকে দিতেছি, সে সকল পালন করিতে ত্রুটি করিও না।
দ্বিতীয় বিবরণ ৮:১১
যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গ-রাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়,
কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে, সেই পাইবে।
সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই?
… আপনার নামেই কি অনেক পরাক্রম-কার্য্য করি নাই?
… আমি কখনও তোমাদিগকে জানি নাই; হে অধর্ম্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও।
মথি ৭:২১-২৩
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি