পুরাতন নিয়মের প্রথম ফসলের পর্ব হল নতুন নিয়মে পুনরুত্থানের দিন। এটা একটা ভবিষ্যদ্বাণী ছিল যা রবিবারে পূর্ণ হতে হত।
এটা ছিল সপ্তাহের প্রথম দিন যখন ইস্রায়েলীয়রা মিশর থেকে বেরিয়েছিল এবং লোহিত সাগরের অপর প্রান্তে পৌঁছেছিল।ঈশ্বর এই দিনকে প্রথম ফসলের পর্ব হিসাবে নিযুক্ত করেছিলেন এবং এটা ইস্রায়েলীয়দের প্রত্যেক বছর বিশ্রামদিনের পরদিন(রবিবার) পালন করতে হত। যীশু সপ্তাহের প্রথম দিনে(রবিবারে) পুনরুত্থিত হয়েছিলেন, প্রথম ফসলের পর্বের ভবিষ্যদ্বাণী পূর্ণ করে।
প্রথম ফসলের পর্বের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, যখন প্রথম ফসলের একটি আটিঁ ঈশ্বরকে উৎসর্গ করা হত, যীশু মৃতদের মধ্যে থেকে প্রথম ফসল রূপে পুনরুত্থিত হয়েছিলেন সমস্ত মানবজাতিকে পুনরুত্থানের আশা প্রদান করার জন্য। এটা বিশ্বাস করে, ঈশ্বরের মন্ডলী প্রত্যেক বছর পুনরুত্থানের পর্ব পালন করে।
আর সদাপ্রভু মোশিকে কহিলেন, ... তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ বলিয়া এক আটি যাজকের নিকটে আনিবে। সে সদাপ্রভুর সম্মুখে ঐ আটি দোলাইবে, যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য হয়; বিশ্রামবারের পরদিন যাজক তাহা দোলাইবে। আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সে দিন সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে একবর্ষীয় নির্দ্দোষ এক মেষশাবক উৎসর্গ করিবে।
লেবীয়পুস্তক ২৩:৯-১১
বিশ্রামবারে তাঁহারা বিধিমতে বিশ্রাম করিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যূষে তাঁহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন, তাহা লইয়া আসিলেন; আর দেখিলেন, কবর হইতে প্রস্তরখানা সরান গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যীশুর দেহ দেখিতে পাইলেন না। ... “মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন।”
লূক ২৪:১-৬
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি