যদিও দীর্ঘ সময় ধরে জাহাজ নির্মাণ করার সময় তিনি একাকীত্বের সম্মুখীন হয়েছিলেন, তবুও নোহ ঈশ্বরের আশীর্বাদে বিশ্বাস করেছিলেন। মিসরে একজন রাজকুমার হিসাবে তাঁর মহিমা উপভোগ করার থেকে মোশি ঈশ্বরের লোকেদের সাথে দুঃখভোগ করাকে বেছে নিয়েছিলেন। অনেক কষ্টের সম্মুখীন হওয়া সত্ত্বেও প্রেরিত পৌল লোকেদের কাছে স্বর্গরাজ্য উৎসর্গ করার সুযোগ পেয়ে আনন্দিত হয়েছিলেন। একইভাবে, ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা তাদের ক্রুশ বহন করে আনন্দের সাথে বিশ্বাসের পথে চলেন।
স্বর্গীয় মাতা আমাদের সবসময় মনে করিয়ে দেন, “আমাদের কি স্বর্গরাজ্যের আশা নেই?” অতএব, এটা বিশ্বাসী হোক বা পাদ্রী কর্মচারী, যারা সামনের সারিতে কাজ করেন, প্রত্যেকেরই আমাদের চোখের সামনে আসা বাধা পেরিয়ে প্রস্তুত করা স্বর্গরাজ্যের আশীর্বাদের দিকে দেখা উচিৎ যখন আমরা নিজের ক্রুশ বহন করছি।
তিনি মিসরের সমস্ত ধন অপেক্ষা খ্রীষ্টের দুর্নাম মহাধন জ্ঞান করিলেন, কেননা, তিনি পুরস্কারদানের প্রতি দৃষ্টি রাখিতেন। ইব্রীয় ১১:২৬
কারণ যদি মাংসের বশে জীবন যাপন কর, তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ কর, তবে জীবিত থাকিবে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র। ... যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখভোগ করি, যেন তাঁহার সহিত প্রতাপান্বিতও হই। কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়। রোমীয় ৮:১৩-১৮
১১৯ বুনদাং পোষ্ট অফিস বক্স, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
Tel 031-738-5999 Fax 031-738-5998
প্রধান চার্চ: ৫০, সুনয়ে-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
প্রধান চার্চ: ৩৫, পাংগিয়োইয়ক-রো, বুনদাং-গু, সিয়ংনাম-সি, গিয়ংগি-দো, কোরিয়া প্রজাতন্ত্র
©বিশ্ব সুসমাচার প্রচার সংস্থা ঈশ্বরের মণ্ডলী। সমস্ত অধিকার সংরক্ষিত গোপনীয়তা নীতি